স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে সোমবার অপহৃত ১৯ জন বন শ্রমিক উদ্ধার হওয়ার আগেই আরো ৮ জন অপহরণের শিকার হয়েছেন। এ নিয়ে গত দুদিনে মোট ২৭ জনকে অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে দুটি অটোরিকশাচালকসহ ৮ জন অপহৃত হয়।
এদিকে সোমবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বন বিভাগের বাগানে কাজ করতে গিয়ে অপহৃত ১৯ শ্রমিককে উদ্ধারের জন্য গহিন পাহাড়ে কাজ করছে র্যাব-১৫-এর একটি দল।কক্সবাজারের র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুজামান বলেন, ‘র্যাব সদস্যরা সোমবার রাত থেকেই টেকনাফের পাহাড়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। দুপুর থেকে গহিন পাহাড়ে র্যবের দল ড্রোন নিয়ে কাজ করছে।’