স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মো. জাকির হোসেন জুয়েল (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. তাজউদ্দিন (৩০), মো. কবির হোসেন (৩২), মোছা. রাবেয়া খাতুন (১৭), মো. নূরনবী (২৪), মো. কামাল হোসেন (৪০) ও অজ্ঞাত পুরুষ (৩২)। এছাড়া দগ্ধরা হলেন- মো. আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), মোছা. আশা আক্তার (২৫), জহুর আলী (৫২) ও মো. হাফিজুর রহমান (৪৫)।
তাদেরকে নিয়ে আসা পথচারী শাহীন ও কামরুল জানান, নিউমার্কেটের ৩৪ মিরপুর রোড সায়েন্সল্যাব শিরিন ভবনের রুমের ভিতরে বিস্ফোরণ হয়ে ৩য় তলা ধসে যায়। এতে বিল্ডিংয়ের ধসে পড়া ইটের আঘাতে ৮ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এস এম আইয়ুব হোসেন জানান, নিউ মার্কেট থেকে দগ্ধ হয়ে বার্নে ছয় জন এসেছে। তাদের মধ্যে জহুর আলী শরীরে ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে, মোছাঃ আসা আক্তারের শরীরে আর ৩০ শতাংশ হয়েছে, আকবর আলীর শরীরে ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে, হাফিজুর রহমানের শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে, আশরাফুজ্জামানের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে ও নূরনবীর মাথায় আঘাত থাকার কারণে ঢামেকের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।