মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলেটা আলাদাই জাদু করেছে সবাইকে। যদিও নিজের মাটিতেই যোগ্য সম্মান পাননি তিনি। ইকো পার্ক থেকে তাঁর শো সরিয়ে দেওয়ার পর থেকেই চলছে বিতর্ক। যদিও চলতি বছর কলকাতাতেই (Kolkata) তাঁর কনসার্ট হতে চলেছে। তবে এখনও সেই কনসার্টের জায়গা নির্দিষ্ট করা হয়নি।
তবে রাজ্য সম্মান দিতে না পারলেও অরিজিৎ সিং (Arijit Singh) বলতে পাগল গোটা দুনিয়া। দেশ তো বটেই, পাশাপাশি বিদেশের মাটিতেও ছেয়ে রয়েছেন এই গীতিকার। কয়েকদিন আগে লতা মঙ্গেশকরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ‘আর যাবনা যাবনা ফিরে’ গেয়েছিলেন। তারপর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছেন তিনি।
শুধু কি তাই! এরই মধ্যে গড়ে ফেলেছেন নতুন রেকর্ডও। জনপ্রিয়তার নিরিখে বিখ্যাত কোরিয়ান ব্র্যান্ড BTS কেও পেছনে ফেলে দিয়েছেন জিয়াগঞ্জের এই ছেলেটা। সম্প্রতি গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে তাঁর ফলোয়ার্স সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ছয় কোটি। তাঁর জনপ্রিয়তায় সামনা সামনি নেই এমিনেমও।
এইমুহুর্তে গ্লোবাল স্পটিফাই-তে অরিজিৎ-র ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৬১ লক্ষ। অর্থাৎ ভারত তো বটেই তার সাথে সাথে অরিজিৎ-র গান শুনছে গোটা বিশ্ব। জানিয়ে রাখি, এই তালিকায় তাঁর আগে কেবল কিছু পপ তারকাই রয়েছেন। অরিজিৎ সিংয়ের আগে অর্থাৎ পঞ্চম স্থানে আছেন জাস্টিন বিবার।
যাইহোক, আপাতত এই খবরে দারুন খুশি অরিজিৎ ভক্তরা। ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট হওয়ার কথা ছিল। সেইমতো টিকিট বিক্রিও শুরু হয়ে যায়। সর্বোচ্চ ৭৫,০০০ টাকা দাম ওঠে। কিন্তু কোনও নির্দিষ্ট কারণে বন্ধ হয়ে যায় সেই শো। নেটিজেনদের দাবী মুখ্যমন্ত্রীর সামনে ‘রং দে তো মোহে গেরুয়া’ গাওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত। যদিও এখন অন্য জায়গায় হবে সেই শো।
Unquestionably imagine that which you said.
Your favourite reason seemed to be on the web the
easiest factor to have in mind of. I say to
you, I definitely get irked at the same time as people think
about issues that they just don’t recognize
about. You controlled to hit the nail upon the highest and also outlined out the whole thing with no need side effect , other folks can take a signal.
Will probably be again to get more. Thanks
Is Coрy AI reliable? It’s the go-to software for copywriters looking to create powerful
copy for their websites and other mаrketing channels.