Breaking News

জায়েদ খানের ছবি ফেসবুকে ভাইরাল

নিজের জেলা শহর পিরোজপুরে ‘সোনার চর’ নামের একটি সিনেমার দৃশ্যধারণের ফাঁকে নানা বেশে একের পর এক ছবি ফেসবুকে পোস্ট করে আলোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। তেমনই কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো এ প্রতিবেদন।

কালীগঙ্গা নদীর ধারে কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছেন জায়েদ খান। তাঁর পরনে লুঙ্গি আর গেঞ্জি, লম্বা চুলে মুখ ঢেকে গেছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর’। ছবিটি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে লাইক পড়েছে ১৬ হাজারের বেশি, মন্তব্য এসেছে ৩ হাজারের বেশি। অভিনয়ের প্রতি তাঁর নিবেদনের প্রশংসার পাশাপাশি বিদ্রূপাত্মক মন্তব্যও করেছেন কেউ কেউ।

কালীগঙ্গা নদীর ধারে কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছেন জায়েদ খান। তাঁর পরনে লুঙ্গি আর গেঞ্জি, লম্বা চুলে মুখ ঢেকে গেছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর’। ছবিটি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে লাইক পড়েছে ১৬ হাজারের বেশি, মন্তব্য এসেছে ৩ হাজারের বেশি। অভিনয়ের প্রতি তাঁর নিবেদনের প্রশংসার পাশাপাশি বিদ্রূপাত্মক মন্তব্যও করেছেন কেউ কেউ।
ছবি: ফেসবুক

ছবিটি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘সোনার চরে অনেক শান্তি’। শিল্পী সমিতিকে ইঙ্গিত করে একজন প্রশ্ন করেছেন, ‘এফডিসিতে’? সরাসরি কোনো উত্তর দেননি এ চিত্রনায়ক।

ছবিটি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘সোনার চরে অনেক শান্তি’। শিল্পী সমিতিকে ইঙ্গিত করে একজন প্রশ্ন করেছেন, ‘এফডিসিতে’? সরাসরি কোনো উত্তর দেননি এ চিত্রনায়ক।
ছবি: ফেসবুক

খেজুরের রসের হাঁড়ি কাঁধে চেপে তিনি জানতে চেয়েছেন, ‘রস লাগবে কার কার’? ফেসবুকে মন্তব্যের ঘরে একজন জানতে চেয়েছেন, কত করে? জায়েদ বলেছেন, ২০০ টাকা।

খেজুরের রসের হাঁড়ি কাঁধে চেপে তিনি জানতে চেয়েছেন, ‘রস লাগবে কার কার’? ফেসবুকে মন্তব্যের ঘরে একজন জানতে চেয়েছেন, কত করে? জায়েদ বলেছেন, ২০০ টাকা।
ছবি: ফেসবুক

নদীতে জাল ফেলার ছবিটি ফেসবুকে দিয়ে তিনি লিখেছেন, ‘শীতের সকালে মাছ ধরার চেষ্টা’।

নদীতে জাল ফেলার ছবিটি ফেসবুকে দিয়ে তিনি লিখেছেন, ‘শীতের সকালে মাছ ধরার চেষ্টা’।
ছবি: ফেসবুক

পরনে লুঙ্গি আর গেরুয়া রঙের ফতুয়া, কাঁধে গামছা নিয়ে তোলা ছবিটিতে ফেসবুকে ৪ হাজার ৭০০ লাইক পড়েছে। জায়েদ খান লিখেছেন, ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই।’

পরনে লুঙ্গি আর গেরুয়া রঙের ফতুয়া, কাঁধে গামছা নিয়ে তোলা ছবিটিতে ফেসবুকে ৪ হাজার ৭০০ লাইক পড়েছে। জায়েদ খান লিখেছেন, ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই।’
ছবি: ফেসবুক

সোনার চরে ঘর তুলছেন জায়েদ, পাশে ধানখেত। ঘরে খড়ের চাল বাঁধতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন তিনি।

সোনার চরে ঘর তুলছেন জায়েদ, পাশে ধানখেত। ঘরে খড়ের চাল বাঁধতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন তিনি।
ছবি: ফেসবুক

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরপরই ফেসবুকে ছবিটি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘আমার লগে যাইবা কপিলা আর্জেন্টিনা’? এক ভক্ত লিখেছেন, ‘হ যামু’। তাতে জায়েদ খান কোনো প্রতিক্রিয়া জানাননি।

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরপরই ফেসবুকে ছবিটি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘আমার লগে যাইবা কপিলা আর্জেন্টিনা’? এক ভক্ত লিখেছেন, ‘হ যামু’। তাতে জায়েদ খান কোনো প্রতিক্রিয়া জানাননি। 
ছবি: ফেসবুক

About Saimur Rahman

Check Also

শুভেচ্ছাদূত হলেন নির্মাতা সায়মন তারিক

নিজস্ব প্রতিবেদক: বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। পাশাপাশি ধারাবাহিক নাটক, বিজ্ঞাপনচিত্রও …

বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা

ফারুক হোসেন মজুমদার: পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। …

নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’ আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *