বিশ্বজিৎ হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লিমন গ্রেপ্তার
Saimur Rahman
December 19, 2022
অপরাধ, লিড নিউজ
স্টাফ রিপোর্টার: বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।রোববার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামি নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর মো. নুরুল ইসলামের ছেলে। ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ দর্জি দোকানের কর্মচারী ছিলেন।