Breaking News

নানা আয়োজনে বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনে বরিশালে পালিত উদযাপিত মহান বিজয় দিবস। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। এর পরপর ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পণ করা হয়। এরপর সেখানে সাধারণ মানুষের ঢল নামে। অনেকে ব্যক্তিগত ভাবেও শ্রদ্ধা জানাতে হাজির হন ফুল নিয়ে।
এদিকে সকাল ৭টায় প্রশাসনের পক্ষ থেকে নগরীর ৩০ গোডাউন বধ্যভূমি স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বির্নিমানের প্রত্যাশা করেন তারা।

এদিকে সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার। পরে সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

About Saimur Rahman

Check Also

শীত-কুয়াশায় কাহিল সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার:   পৌষ মাস এখন ঠিক মধ্যভাগে। পঞ্জিকার পাতায় ভরা শীতকাল। তারই আভাস পাওয়া যাচ্ছে …

থার্টিফার্স্ট নাইটে ডিএমপির ১১ নির্দেশনা

স্টাফ রিপোর্টার:  থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে …

কক্সবাজার টেকনাফে ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ!

স্টাফ রিপোর্টার:  কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে সোমবার অপহৃত ১৯ জন বন শ্রমিক উদ্ধার হওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *