Breaking News

চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারনে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ ভোর পাঁচটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। নদীপথ দৃষ্টিগোচর না হওয়ায় যাত্রী ও যানবাহণ নিয়ে দুইটি ফেরি এ সময় মাঝ নদীতে আটকা পড়ে।

ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে থাকে যানবাহন। গতকালও কুয়াশার কারনে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া নয়টার দিকে ফেরি চলাচল স্বাবাবিক হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারনে এই নৌরুটে ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পরে। সকাল সোয়া নয়টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

About Saimur Rahman

Check Also

নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ফরহাদ হোসেন মজুমদার: ‘ নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি …

ঢাকায় ১৪ ঘণ্টা সকল বার বন্ধ

স্টাফ রিপোর্টার:   ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২৫ সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরী …

শীত-কুয়াশায় কাহিল সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার:   পৌষ মাস এখন ঠিক মধ্যভাগে। পঞ্জিকার পাতায় ভরা শীতকাল। তারই আভাস পাওয়া যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *