গ্রুপপর্ব থেকে শেষ ষোলো- তেমন কোনো কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়নি আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ পরাশক্তি দল নেদারল্যান্ডস। ম্যাচে লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজদের জন্য বড় চ্যালেঞ্জ হবে ভার্জিল ফন ডাইকের মোকাবিলা। ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে কীভাবে ফাঁকি দিতে হয়, মেসিদের সেই পরামর্শ দিলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
অনাকাক্সিক্ষতভাবে ফুটবল ছেড়েছেন সার্জিও আগুয়েরো। হৃদরোগের কারণে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। অবসরের আগে ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময় কাটিয়েছেন আগুয়েরো। প্রিমিয়ার লীগে খেলায় বহুবার লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইকের মুখোমুখি হয়েছেন তিনি। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, ‘সে (ভ্যান ডাইক) খুব জোরে দৌড়াতে পারে না। তবে লম্বা লম্বা পা আছে তার। আমাদের যেটুকু দৌড়াতে দশ কদম ফেলতে হয়, তার অল্পতেই হয়ে যায়।’ ভ্যান ডাইকের মনোযোগ নষ্ট করার পরামর্শ দিয়েছেন আগুয়েরো।
তিনি বলেন, ‘কিছু একটা করে ওর মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে দিতে হবে। যেমন কেউ যদি স্ট্যান্ড থেকে কিছু একটা বলে। আমি মাঠে থাকলে ওর সঙ্গে কথা বলা শুরু করে দিতাম।’ আগুয়েরো বলেন, ‘আকারে সে অনেক বড়। শরীর দিয়ে খেলে। সে প্রতিপক্ষকেও ওভাবেই মাপে। সে নিজ থেকে এগিয়ে আসবে না। বল রিসিভ করতে দেবে, ওর দিকে বল চলে যাওয়ার জন্য অপেক্ষা করবে। এরপরই শরীরকে কাজে লাগিয়ে হারানোর চেষ্টা করবে। সে এভাবেই খেলে।’ সাবেক সতীর্থ ও প্রিয় বন্ধু লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন আগুয়েরো। তিনি বলেন, ‘লক্ষ্য অর্জনের (চ্যাম্পিয়ন) জন্য লিও সম্ভাব্য সবকিছুই করবে, যা আমরা সবাই চাই। লিও খুশি। কোপা আমেরিকা জয় তার জীবন পাল্টে দিয়েছে। এরপর থেকে সে আবার জাতীয় দলে খেলা উপভোগ করছে, যেমনটা আমরা অনূর্ধ্ব-২০ দলে ছিলাম। সে সমালোচনাকে সঙ্গী করে এগিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ফাইনালগুলোতে হেরেছে। কোপা আমেরিকা জয় ছিল তার জন্য মুক্তির আনন্দ।’