স্টাফ রিপোর্টার:বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। এমন মন্তব্যের পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন, প্রতিটি পাড়ায়-পাড়ায় কিছু হুজুর আসে, আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয় তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই। জনগণের সঙ্গে প্রতারণা করেন নাই। দেশের মাটির সঙ্গে প্রতারণা করেন নাই।’
জামায়াতের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল আমাদের সঙ্গে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২০০টি করে লাঠি প্রস্তুত রাখতে হবে আমাদের নেতাকর্মীদের।’
সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, ‘কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তাঁর এমন বক্তব্যে আমরা বিস্মিত, দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়। যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এর পাশেই মসজিদ। জোহরের নামাজের সময় হলে তিনি (কামরুল হুদা) মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন। এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই চলমান রাখা হয়। এতে সমালোচনার সৃষ্টি হয়।’
ভিডিও বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কামরুল হুদা বলেন, ‘জিয়াউর রহমান মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে বলেছি। এটা কি আমি ভুল বলেছি?।’