Breaking News

মোহাম্মদপুরের ছিনতাইকারী ছুরিকাঘাতে সজিব নিহত

ফারুক হোসেন মজুমদার :  রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে ছুরিকাঘাতে মো. সজিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান।

সজিব মোহাম্মদপুর টাউনহল বিহারি ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. সোহেল।মো. হাফিজুর রহমান বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের ফার্টিলিটি সেন্টারের সামনের ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একটি মারামারি ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে গিয়ে দেখা যায়, নিহত সজিবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

সজিবের মা নাসিমা বলেন, ছিনতাইকারীরা আমার ছেলের মোবাইল নেওয়ার জন্য আটকায়। কিন্তু মোবাইল না নিতে পেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা এক বন্ধুসহ পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে আনলে সেখানে মারা যায়।

তিনি আরও বলেন, আমার ছেলে অনলাইনে বাসা বাড়ি বদলের কাজ করত। কারো সঙ্গে দ্বন্দ্ব নেই। আমরা টাউনহল বিহারি ক্যাম্পে থাকি। সামান্য একটা মোবাইলের জন্য আমার ছেলেকে শেষ করে দিল।

About Abul Hossain Mojumder

Check Also

পুকুরপাড়ে মিলল মা-ছেলে ও খালার বস্তাবন্দি লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তিনজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মিঝিমিঝি পশ্চিমপাড়ার …

ভাঙচুর-লুটপাটে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে : আইজিপি

স্টাফ রিপোর্টার : সিলেটসহ ও দেশের বিভিন্ন শহরে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার …

ঢাবি ছাত্রীর শ্লীলতাহানি, জামিন পেলেন গ্রেপ্তার যুবক

রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *