স্টাফ রিপোর্টার: পৌষ মাস এখন ঠিক মধ্যভাগে। পঞ্জিকার পাতায় ভরা শীতকাল। তারই আভাস পাওয়া যাচ্ছে দেশের উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে হিমেল বাতাসে জবুথবু জনজীবন। সেই সঙ্গে চরম দুর্ভোগে পতিত হয়েছে সাধারষ মানুষ থেকে শুরু করে গৃহপালিত ও অসহায় পশুপাখিরাও। কিছু কিছু জেলায় বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের।
কুয়াশার ঘনত্ব বেশি হওয়ার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যাতায়াত করছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। আবার কিছু কিছু জেলাতে শীত কম অনুভূত হতেও দেখা গেছে। আর ২০২৫ সালের প্রথম মাসেই কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে এবার জানুয়ারিজুড়ে শীত বেশি পড়বে বলে জানিয়েছেন সংস্থাটি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকগণমাধ্যমে বলেন, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে।
তিনি বলেন, তাপমাত্রা আজ থেকে কমে আসলেও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে শীতের অনুভূতি বাড়বে বুধবার থেকে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।
তিনি আরও বলেন, দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে। প্রাথমিকভাবে এটি শুক্রবার পর্যন্ত থাকতে পারে। আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণও বেড়ে যাবে বলে জানান এ আবহাওয়াবিদ।
এদিকে সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।