Breaking News

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আয়কর নথি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসাদুজ্জামান খানের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খানের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদক মামলা করেছে। তদন্তে জানা গেছে, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদ অর্জন করেছেন।

দুদক আদালতকে আরও জানিয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আটটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে।

About Faruk Hossain Mojumder

Check Also

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

স্টাফ রিপোর্টার: অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ …

নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ফরহাদ হোসেন মজুমদার: ‘ নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি …

ঢাকায় ১৪ ঘণ্টা সকল বার বন্ধ

স্টাফ রিপোর্টার:   ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২৫ সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *