Breaking News

বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা

ফারুক হোসেন মজুমদার: পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে এই ছাড়ের ঘোষণা দেন বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা।

এসময় ৭ থেকে ৩০ নভেম্বর বান্দরবান ভ্রমণে পর্যটকদের জেলার সব আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ এবং পর্যটকবাহী জিপ, মাহিন্দ্র ও সিএনজি চালিত টেক্সিগুলোতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

 

বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা বলেন, বান্দরবানে প্রতিদিনই প্রচুর পর্যটকের আগমন ঘটে আর তাই তাদের বিনোদনে আরও নতুনমাত্রা যোগ করতে ছাড়ের ঘোষণা দেওয়া হলো। সেইসঙ্গে পর্যটনকেন্দ্রগুলো ও সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টসহ সর্বক্ষেত্রে আরও নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনসহ সব পর্যটন ব্যবসায়ী সচেষ্ট রয়েছেন।

এসময় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বান্দরবানে বন্ধ থাকা তিনটি উপজেলায় (রুমা, থানচি ও রোয়াংছড়ি) দ্রুত নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণে বিরত থাকার নিদের্শনা দেয় জেলা প্রশাসক। এক মাস পর ৬ নভেম্বর দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ নভেম্বর থেকে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এরপর আজ পর্যটকদের নানা ছাড়ের ঘোষণা দিলেন পর্যটন ব্যবসায়ীরা।

About Faruk Hossain Mojumder

Check Also

নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’ আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী …

এক বছর ধরে হয়রানির শিকার ১ লাখ ১০ হাজার ভিসা প্রত্যাশী

ফরহাদ হোসেন মজুমদার: ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারি করার ঘোষণা …

“ভালোবাসি তোমায়” সিনেমার নায়িকা শিরিন শিলা বিয়ে করলেন তাঁর প্রেমিককে

ফরহাদ হোসেন মজুমদার: “ভালোবাসি তোমায়” সিনেমার নায়িকা শিরিন শিলা বিয়ে করলেন তাঁর প্রেমিককে। বৃহস্পতিবার রাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *