Breaking News

নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’ আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ ৷ এবার ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং গাইলেন তিনি ৷ ‘পজিটিভ ঢাকা’ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় ৷ ‘ মানবতার কল্যাণে জেগে উঠুক প্রতিটি প্রাণ এটাই পজিটিভ ঢাকার আহ্বান’ । সৃষ্টির সেবায় পজিটিভ ঢাকা এই গ্নোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সংগঠনটি ৷ গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ ৷ সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক ৷ গানটির তত্বাবধানে রয়েছে ‘সানি আজাদ বিডি এবং মিডিয়া পাটনার ‘সময়কন্ঠ’ ৷ গান সম্পর্কে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই ৷ ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যানে কাজ করে ৷ অসহায় মানুষের পাশে দাঁড়নো, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন অনেক কাজেই হাত বাড়ান পজিটিভ ঢাকা ৷ এবার সেই পজিটিভ ঢাকা-এর থিম সং গাইলাম ৷ সত্যিই এটা ভালো লাগার ৷ উল্লেখ্য- এর আগেও সানি আজাদ তৈরি করেছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের থিম সং ‘সবুজ আন্দোলন’ এবং ক্যান্সার সচেতনতার গান ‘ক্যান্সার’ ৷

About Faruk Hossain Mojumder

Check Also

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা হচ্ছে

স্টাফ রিপোর্টার: আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে …

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, হতবাক স্বাগতা

স্টাফ রিপোর্টার: বিয়ের প্রায় বছরখানেক পর সম্প্রতি অভিনেত্রী স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে এক বছর …

সরকারের থেকেও মানুষের শক্তি বেশি: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *