Breaking News

এক বছর ধরে হয়রানির শিকার ১ লাখ ১০ হাজার ভিসা প্রত্যাশী

ফরহাদ হোসেন মজুমদার:

ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারি করার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইতালি ভিসা প্রত্যাশীদের সংখ্যা প্রায় এক লাখ ১০ হাজার। যারা গত এক বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া গত আগস্ট মাসের শেষ থেকে অ্যাপয়েন্টমেন্ট পুরোপুরি বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছে ২৫ হাজার অভিভাসন প্রত্যাশী।

আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় তিন সংগঠনের পক্ষ থেকে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানো ও ইতালিয়ান দূতাবাসের জনবল দশ গুণ বাড়ানোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান। তিনি বলেন, ‘গত এক বছর যাবৎ এক লাখ ১০ হাজার ভিসা আবেদন ইতালি দূতাবাসে আটকে রয়েছে।

আমাদের আন্দোলনের ফলে ইতালি দূতাবাস একটা আংশিক সুরাহা করেছে। কিন্তু যদি ৪০ হাজার ভিসা আবেদনের পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব না হয়, তবে এই এক লাখ ১০ হাজার পাসপোর্ট ডেলিভারি করতে আরো দুই থেকে তিন বছর লেগে যাবে। এতে ইতালি গমনেচ্ছুদের দুর্ভোগ আরো বেড়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘চলতি বছরের ১১ মে থেকে এ পর্যন্ত আমরা যারা ই-মেইল করেছি, ছয় মাস অতিবাহিত হওয়ার পরও আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হয়নি।

About Faruk Hossain Mojumder

Check Also

মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হাইকোর্টে রিট

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে সরকারকে নির্দেশনা প্রদানের জন্য হাইকোর্টে রিট দায়ের করা …

জেল থেকেই পিসিবিকে কাঠগড়ায় তুললেন ইমরান খান

চলতি বছরে দুইবার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা আর …

১৫ পুলিশ হত্যায় মামলা: আ.লীগ নেতাসহ আসামি ৬ হাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদিনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *