Breaking News

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

ফরহাদ হোসেন মজুমদার:

রাজধানীতে মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শনিবার (১২ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ওই বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ব্যবসায়ী ‘আবু কোম্পানি’র বলে পরিচিত হলেও ওই ব্যক্তির নাম আবু বকর।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার সময় ১৫-২০ জনের একটি দল ৪-৫টি হায়েস গাড়ি নিয়ে হাজি ভিলায় আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র‍্যাবের কটি পরা এবং বাকি কয়েকজন সিভিলে ছিল।

 

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মূল গেট দিয়ে প্রথমে সেনাবাহিনীর পোশাক পরা ১১ জন লোক প্রবেশ করে। তাদের সঙ্গে র‍্যাবের কটি পরা ৪ জন ও সিভিল পোশাকে ৫ জন লোক বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার সময় সবাই মুখোশ পরা ছিল। তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। বাড়ির সিসিটিভি ছাড়াও আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪টি হায়েস গাড়ি এসে বাড়ির পাশে থামে। সেখান থেকে ৩-৪ জন লোক গাড়ি থেকে নেমে বাড়ির পাশে একটি বিরিয়ানি দোকানে অপেক্ষা করছিল। বাড়ি থেকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা লোকজন নামলে অপেক্ষমান থাকা লোকজন তারাও গাড়িতে উঠে যায়।

 

 

বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘রাতে সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুজন এসে আমার দুই হাত ধরে আমাকে বলে- তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর। আমি তখন বললাম- আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে। এ সময় বাসায় থাকা নগদ ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’

About Faruk Hossain Mojumder

Check Also

তিতাসের ৮৬২ কোটি টাকা মেঘনা গ্রুপের কাছে আটকে আছে

অনলাইন ডেস্ক: মেঘনা গ্রুপের দুইটি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে আটকে আছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড …

জাপানে ৭ ডলার চুরির শাস্তি ৮৪ হাজার ডলার

অনলাইন ডেস্ক: মাত্র ৭ ডলার চুরির দায়ে জাপানের এক বাসচালককে দিতে হয়েছে ৮৪ হাজার ডলারের …

পরিদর্শক মামুন হত্যায় আরাভ খানসহ আটজনের যাবজ্জীবন

মোঃ জামাল উদ্দিন কালাচাঁন: পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Shares