হাল সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। নানা বিষয়ে কথা বলে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন তিনি। এবার তিনি হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। এতে তিনি লিখেছেন, এবার একের পর এক ঝামেলায় ফেলার বৃথা চেষ্টা করে কী লাভ! আমি তো বুঝতে পেরেছি তুমি কে। ঝড়, চুপ হয়ে যাও না হলে সামনাসামনি খেলা শুরু করবো। তখন কিন্তু পালিয়ে কুল পাবা না।
