Breaking News

এক সমুদ্র ভালোবাসা সিনেমার গানে কণ্ঠ দিলেন সায়েরা রেজা ও এস কে সাগর শান

জনপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা বহু জননন্দিত গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের গানের জন্য বাবিসাস অ্যাওয়ার্ড,এজেএফবি স্টার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরুস্কার পেয়েছেন তিনি।

এই গায়িকা “এক সমুদ্র ভালোবাসা” নামক নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন।
গানের শিরোনাম “তুই ছাড়া বল কে আছে আর,এতো ভালোবাসবে আমায়”
গানের কথা সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস কে সাগর শান। রেনস মাল্টিমিডিয়া ও এফ এম মিডিয়া যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা।
মঙলবার (২০ মার্চ ) রাজধানীর নিকেতনস্থ এস কে স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
জানা গেছে, হুরে জান্নাত ও ফরহাদ হোসেন মজুমদার প্রযোজিত, আবুল হোসেন মজুমদারের কাহিনী, সাজ্জাদুর রহমান বাদল পরিচালিত ‘এক সমুদ্র ভালোবাসা’ সিনেমায় গানটি ব্যবহার করা হবে। এতে সায়েরা রেজার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এস কে সাগর শান ।
এ প্রসঙ্গে সায়েরা রেজা বলেন, এটি একটি অসাধারণ রোমান্টিক গান। আমি মনে করি, গানটি বাংলা গানে আরও একটা মাইলফলক হবে। দর্শক অনেকদিন গানের কথা মনে রাখবেন।

About Abul Hossain Mojumder

Check Also

শুভেচ্ছাদূত হলেন নির্মাতা সায়মন তারিক

নিজস্ব প্রতিবেদক: বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। পাশাপাশি ধারাবাহিক নাটক, বিজ্ঞাপনচিত্রও …

বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা

ফারুক হোসেন মজুমদার: পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। …

নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ

জন্মদিনে নতুন ঘোষণা সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’ আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *