Breaking News

দুই বাংলার গুণীদের নিয়ে হীরালাল সম্মাননা ২০২৩

দুই বাংলার চলচ্চিত্রের গুণীজনদের সম্মানিত করার উদ্যোগেই  হীরালাল সেন সম্মাননা ২০২৩ ঘোষিত হলো। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের ৭ ব্যক্তি ও একটি সিনেমাকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।  গত ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-ঢাকা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। সংগঠনটি জানায়, আগামী ৫ মার্চ বাংলাদেশ শিশু একাডেমিতে ‘হীরালাল সেন সম্মাননা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩’ এ এই সম্মাননা দেওয়া হবে।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ বছরের হীরালাল সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক ছটকু আহমেদ, অভিনেত্রী মুনমুন সেন, শতাব্দী রায়, সুজাতা বেগম এবং কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। এছাড়া রয়েছে একমাত্র সিনেমা দামাল।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘মানিকগঞ্জের বগজুরী গ্রামের সন্তান ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক, প্রথম বাঙালি চলচ্চিত্র নির্মাতা, প্রথম বিজ্ঞাপনচিত্র নির্মাতা এবং প্রথম রাজনৈতিক চিত্র নির্মাতা হীরালাল সেন আমাদের বাঙালি জাতির অহংকার, আমাদের গর্ব। তাঁকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে আমরা তার জন্মবার্ষিকী পালন ও তার নামে সম্মাননা চালু করেছি।’

‘কিন্তু ভারত সরকার হীরালাল সেনের ১৫ বছর পরে চলচ্চিত্র নির্মাতা দাদাভাই ফালকে সাহেবকে প্রথম চলচ্চিত্র নির্মাতার মর্যাদা দিয়েছে। তার নামে ফিল্ম ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ সম্মাননা চালু করেছে। হীরালাল সেনের ভাগ্যে এরকম কিছুই জুটেনি। তাকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য জাতীয়ভাবে কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি।’

About Saimur Rahman

Check Also

শীঘ্রই শুভ উদ্বোধন আবুল হোসেন মজুমদার এর ‘মজুমদার মিউজিক স্টেশন ‘

ফারুক হোসেন মজুমদার : এবার বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিজের সালতামামি নিয়েই যেন হাজির …

জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতেও আপত্তি নেই জয়ের

আওয়ামী লীগ সরকারের আমলে জমি বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি …

শুভেচ্ছাদূত হলেন নির্মাতা সায়মন তারিক

নিজস্ব প্রতিবেদক: বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। পাশাপাশি ধারাবাহিক নাটক, বিজ্ঞাপনচিত্রও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *