দুই বাংলার চলচ্চিত্রের গুণীজনদের সম্মানিত করার উদ্যোগেই হীরালাল সেন সম্মাননা ২০২৩ ঘোষিত হলো। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের ৭ ব্যক্তি ও একটি সিনেমাকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। গত ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-ঢাকা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। সংগঠনটি জানায়, আগামী ৫ মার্চ বাংলাদেশ শিশু একাডেমিতে ‘হীরালাল সেন সম্মাননা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩’ এ এই সম্মাননা দেওয়া হবে।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ বছরের হীরালাল সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক ছটকু আহমেদ, অভিনেত্রী মুনমুন সেন, শতাব্দী রায়, সুজাতা বেগম এবং কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। এছাড়া রয়েছে একমাত্র সিনেমা দামাল।
‘কিন্তু ভারত সরকার হীরালাল সেনের ১৫ বছর পরে চলচ্চিত্র নির্মাতা দাদাভাই ফালকে সাহেবকে প্রথম চলচ্চিত্র নির্মাতার মর্যাদা দিয়েছে। তার নামে ফিল্ম ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ সম্মাননা চালু করেছে। হীরালাল সেনের ভাগ্যে এরকম কিছুই জুটেনি। তাকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য জাতীয়ভাবে কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি।’