Breaking News

‘অভিমানে এমন অভিযোগ করেছে শ্রীলেখা’, নেপোটিজম বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরাবরই ঠোঁটকাটা গোছের এই অভিনেত্রী। কোনও কিছু কেই যেন ভয় পাননা তিনি। আর তাই তো মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জীর(Prasenjit Chatterjee) বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি।

বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে সর্বদাই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। বাম মনোভাবাপন্ন এই অভিনেত্রীকে বড়পর্দায় এইমুহুর্তে তাঁকে সেভাবে দেখা যাচ্ছে না। তবে ওটিটি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর।

প্রায় দু’বছর আগের ঘটনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পরই স্বজনপোষণের অভিযোগ উঠেছিল বলিউড জগতে। সেই ঘটনার আঁচ এসে পৌঁছেছিল টলিউডেও। সেই সময়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। অভিনেত্রীর অভিযোগ ছিল, ঋতুপর্ণার সেনগুপ্তকে ছবির নায়িকা বানানোর জন্যই তাঁকে কাজ দেননি প্রসেনজিৎ।

এতদিন পর্যন্ত সেই বিষয় নিয়ে কিছুই বলতে চাননি অভিনেতা। তবে সম্প্রতি Zee 24 ঘন্টার সাক্ষাৎকারের মুখ খুলেছেন সকলের প্রিয় বুম্বাদা। অভিনেতার কথায়, ‘কেবলমাত্র ঋতুপর্ণা আমার সাথে ছবি করেনি আমার সাথে ছবি করেছে রচনা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, শতাব্দি রায়’। তবে দর্শকদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। এ কথাও স্বীকার করে নেন অভিনেতা।

তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র সে বিষয় নিয়েও এদিন মুখ খুললেন অভিনেতা। তিনি বলেন, ‘শ্রীলেখা যথেষ্ট ভালো অভিনেত্রী। তাকে আমি সম্মান করি। ও আমাকে সম্মান করে। হয়তো অভিমান থেকে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। তবে আমার ওর প্রতি কোন রাগ বা দুঃখ নেই’।

যদিও অভিনেতার এহেন মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি কোন বাংলা খবরের চ্যানেলকে ফলো করি না। আর সে কারণেই সকলের কাছে আমি হাতজোড় করে অনুরোধ করছি আমাকে কোনওরকম খবর বা সাক্ষাৎকারের লিংক ফরওয়ার্ড করবেন না। সবাই ভালো থাকুন ধন্যবাদ’।

About Saimur Rahman

Check Also

বাংলা সিনেমার সোনালি দিনের চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

ফারুক হোসেন মজুমদার : বাংলা সিনেমার সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থা ভালো নয়। গতকাল …

দুবাইয়ে স্বর্ণের দামে আগুন, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে

ফরহাদ হোসেন মজুমদার:  টানা দ্বিতীয় দিনের মতো দুবাইয়ে স্বর্ণের দামে আগুন। মাত্র একদিনে দুবাই গোল্ড …

বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা

ফারুক হোসেন মজুমদার : রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ সবচেয়ে আস্থাহীনতায় ভুগছে পুলিশ বাহিনী। পুলিশের প্রতি আস্থা …

One comment

  1. I am regular reader, how are you everybody? This paragraph posted at this web page is really pleasant.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *