যে রাহুল গান্ধী আপনাদের মনে আছে সেই রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি। নিজের ইমেজ নিয়ে ভারত জোড়ো যাত্রায় একেবারে স্পষ্ট ঘোষণা রাহুল গান্ধীর।
কন্যাকুমারিকা থেকে কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী। এই যাত্রায় ক্রমেই বদলে যাচ্ছেন রাহুল।
অন্তরে-হীরে যেন আমূল বদলে গেছেন রাহুল। এ যেন এক অন্য রাহুল। গোটা ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন তিনি। দিবাস্বপ্ন নয়, একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন বুনছেন তিনি। এমনটিই বলছেন অনেকে।
রাহুল গান্ধী বলেন, যে রাহুল গান্ধী আপনার মনে রয়েছে, তাকে মেরে ফেলেছি আমি। সে আর আমার মনেও নেই। সে চলে গেছে। যাকে আপনি দেখছেন তিনি রাহুল গান্ধী নন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, আপনারা বুঝতে পারছেন না। ইনি রাহুল গান্ধী নন। হিন্দু ধর্মকে কিছুটা পড়। শিবাজিকে কিছুটা পড়। আমার কথা বুঝতে পারবেন। এত হয়রান হয়ে যেও না। রাহুল গান্ধী আপনার মনে আছে। আমার মনে নেই। রাহুল গান্ধী বিজেপির মাথায় আছে। আমার মাথায় নেই।
তিনি বলেন, ইমেজ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। ইমেজ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। অনেকেই এই বদলে যাওয়া রাহুলকে বুকে টেনে নিচ্ছেন।
ভারত জোড়ো যাত্রা। গোটা দেশজুড়ে হাঁটছেন রাহুল। হাজার হাজার মানুষ পথ হাঁটছেন তার সঙ্গে। তিনি মন দিয়ে শুনছেন মানুষের কথা।
বিরোধী দলের নেতারাও রাহুলের এই যাত্রাকে প্রশংসা করছেন। নেতিবাচক কিছু দেখছেন না তারা। প্রশংসা করেছেন তৃণমূল এমপি শত্রুঘ্ন সিনহাও। ইতিবাচক বলছেন অন্য দলের নেতারাও।
সাড়া পড়েছে একাধিক জনপদে। কিন্তু প্রশ্ন একটিই— ভোট বাজারে কি আদৌ প্রভাব ফেলতে পারবেন বদলে যাওয়া রাহুল গান্ধী?