Breaking News
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট

দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্রস্রাব করার ভিডিও ধারণ, গ্রেফতার ৬ সাংবাদিক

রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্যান্ট ভিজে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দেশটির ছয় সংবাদিককে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ডিসেম্বর মাসে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিভর দিয়ে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট সালভা কির প্রস্রাব চেপে রাখতে পারেননি।

প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার ভিডিও ফাঁসের দায়ে ৬ সাংবাদিককে গ্রেফতার করা হয়। তারা সবাই সাউথ সুদানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কর্মী।

চলতি সপ্তাহে তাদের গ্রেফতার করা হয় জানিয়ে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের মুক্তি দাবি করেছে।

দ্য সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএসবিসি) দাবি, তারা ওই ভিডিও সম্প্রচার করেনি। দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুইভ ভয়েস অব আমেরিকাকে বলেছেন, কেন ওই সাংবাদিকদের আটক করা হয়েছে সেটা জানতে লোকজনের অপেক্ষা করা উচিত।

সূত্র: বিবিসি

About Saimur Rahman

Check Also

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা হচ্ছে

স্টাফ রিপোর্টার: আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে …

৫০০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার: হোয়াইট হাউসের কঠোর অভিযান

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে অভিবাসন সংকট আরও গভীর হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দেশজুড়ে পরিচালিত এক …

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, হতবাক স্বাগতা

স্টাফ রিপোর্টার: বিয়ের প্রায় বছরখানেক পর সম্প্রতি অভিনেত্রী স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে এক বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *