সাভারে চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি, ২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টিসহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ভাকুর্তার ৩৭টিসহ সাভারের বিভিন্ন ইউনিয়নে ৭১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ভাকুর্তা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এখানকার উপকারভোগীদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলার কর্মকর্তারা।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক, সাভার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলার সহকারী কমিশনার ভূমিবৃন্দসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।
বিনোদনধারা/ফরিদুল আলম ফরিদ